নিজেস্ব সংবাদ দাতা :- গোটা দেশজুড়ে করোনা ভাইরাসের মহামারী দিনকে দিন বেড়েই চলেছে এর জন্য ভারত সরকার ও রাজ্য সরকার খুব পরিমানে কাজ করে চলেছে যেন এই করোনা ভাইরাস কে নিয়ন্ত্রণে আনা যায় কিন্তু এর পাশাপাশি এই করোনা ভাইরাস কে রুখতে মাক্স এর প্রয়োজন কিন্তু গোটা দেশজুড়ে এই করোনা ভাইরাস ছড়ানোর কারণে মাক্স আকাল দেখা গিয়েছে এবং এর কালোবাজারি শুরু হয়েছে বেশ কিছু জায়গায় সেজন্য সবার কাছে এই মাক্স কিন্তু পৌঁছাচ্ছে না। সেই জন্য উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ পৌরসভার উদ্যোগে সমস্ত বাড়ি বাড়িতে গিয়ে মাক্স বিতরণ করা হচ্ছে এবং সবাইকে সচেতন করা হচ্ছে যেন তারা বিশেষ প্রয়োজন ছাড়া বাড়ি থেকে যেন না বের হয় , এই ছবিটি ফুটে উঠল আজ কালিয়াগঞ্জ এর খবর সারাদিনের ক্যামেরায়।


0 Comments