কালিয়াগঞ্জ থানার এই মানবিকতার মুখ হলেন কালিয়াগঞ্জ থানার টাউন অফিসার সাব ইন্সপেক্টর সুশান্ত বৈষ্ণব।
প্রায় গত দেড়মাস আগে কালিয়াগঞ্জ হরিহরপুর ধনকোল এলাকায় এক রাতে একজন মহিলা গন ধর্ষিত হয় যা বর্তমানে বিচারাধীন পর্যায়ে আছে এবং তিনজন ধর্ষক গ্রেফতার বরণ করে রায়গঞ্জ জেল আদালতে বন্দী অবস্থায় আছে। প্রসঙ্গত ধর্ষিতা মহিলা এবং ধর্ষকের পরিবার হত দরিদ্র পরিবারের।এই লকডাউন এ রোজগারের অভাবে উভয় পরিবারগুলোর আর্থিক পরিস্থিতির কবলে না খাওয়ার পর্যায়ে পৌঁছে গেছে।
আর ঠিক এই পরিস্থিতিতে কালিয়াগঞ্জ পুলিশ প্রশাসনের মানবিক রুপ ফুটে উঠলো আজ সন্ধ্যায় কালিয়াগঞ্জ পৌর এলাকার ৬ নং ওয়ার্ডে হরিহরপুর পঞ্চানন মোড়ে। হত দরিদ্র ধর্ষিতা ও ধর্ষক পরিবারের হাতে ৫ কেজি করে চাল ও ১ কেজি করে ডাল দিয়ে সাহায্য করলেন টাউন অফিসার সাব ইন্সপেক্টর সুশান্ত বৈষ্ণব, সাথে ছিলেন ঐ থানার আরো এক অফিসার রনজিত রায়।কালিয়াগঞ্জ পুলিশ প্রশাসনের মানবিক মুখ ফুটে উঠল এই প্রতিবেদনে।





0 Comments