কালিয়াগঞ্জ পৌরসভা এবং ব্যবসায়ী সমিতির সহযোগিতায় চালু হল কালিয়াগঞ্জ শহরে হোম ডেলিভারি

সারা বিশ্বজুড়ে যেখানে  করোনা ভাইরাস  মহামারী ভয়ানক রূপ ধারণ করেছে, সেই জন্য সমস্ত ভারতবর্ষে সহকারে পশ্চিমবঙ্গেও লকডাউন চলছে এর ফলে সাধারণ মানুষ বাড়ি থেকে বেরোতে পারছে না এবং তাদের মনে ভয়  রয়েছে করোনা ভাইরাস এর জন্য, কিন্তু তারা কি করবে ?সত্যিই একটি বড় প্রশ্ন। সেজন্য উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ পৌরসভার পৌর প্রতি কার্তিক চন্দ্র পাল একটি বিশেষ উদ্যোগ নিলেন।চালু হল কালিয়াগঞ্জ শহরে হোম ডেলিভারি।
কালিয়াগঞ্জ পৌরসভার চেয়ারম্যান কার্তিক চন্দ্র পাল জানান সাধারণ মানুষের কথা চিন্তা করে এই উদ্যোগ নেয়া হয়েছে পৌরসভার উদ্যোগে যাতে সাধারন মানুষ এই করোনা ভাইরাসের আতঙ্কে বাড়ি থেকে না বের হয় বাজারের যাবতীয় সামগ্রী তারা যাতে ঘরে বসেই পেয়ে যায় তার জন্যই তারা এই ব্যবস্থা করেছে। কোন সময় যদি কোন নাগরিকের এই পরিষেবা পেতে কোন অসুবিধা দেখা দেয় সে ক্ষেত্রে পৌরসভার যারা এই দায়িত্বে রয়েছে তাদের সঙ্গে যোগাযোগ করলেই তাদের সমস্যা সমাধান হয়ে যাবে।
কালিয়াগঞ্জ এর কোন ওয়ার্ডে কাকে ফোন করলে আপনি পেয়ে যাবেন আপনার সব প্রয়োজনীয় খাদ্য সামগ্রী ।
তার তালিকা নিচে প্রদান করা হলো-----

  1. মধু তালুকদার স্কুল  পাড়া (word-3) 9800002149 
  2. সুমিত সাহা স্কুল পাড়া_ (word_3)- 7365054652 
  3. ভোলা দা  -ড্রাইভার পাড়া (word-3)_ 6294006104 
  4. প্রদীপ মহন্ত -, মোহন্ত পাড়া (word-3) 8972052496 
  5. সদনান্দ রায়  – মজলিস পুর -(word -3)_9932043438 
  6. গোবিন্দ রাঠি- সুকান্ত মোড় (word-4)_9378318175 
  7. রানা বসাক- স্কুল পাড়া (word-4)_9564636725 
  8. উত্তম সাহা-স্কুল পাড়া (4)-947 54 969 14
  9.  মানিক সাহা_তিলক সাহা মোর (4)_700 1606 826 
  10. হারান চৌধুরী_তিলক সাহা মোর  (4) 9932 8166 95 
  11. হারাধন সরকার_ মিস্ত্রি পাড়া_(4)- 937822 2478 
  12. নমিতা বাড়াই-মিস্ত্রীপাড়া- 956 35406 62 
  13. লক্ষণ দাস-গুদরি বাজার-(4) 943460 3488 
  14. অশোক দাস- গুদরি বাজার(4) 7031 724 880 
  15. কাত্তিক সূত্রধর-রশিদপুর মোর (6)_912 67 20104 
  16. পিকু শ্যাম- রশিদপুর-(6)9333376990
  17.  বাপি কুন্ডু-হরিহরপুর-(7) 863 7326 994 
  18. প্রসেনজিৎ বসাক -পালপাড়া(-7)7865845656 
  19. রাজু সাহা-প্রতিদ্বন্দ্বী ক্লাব(7) 9635347044 
  20. সোমনাথ পাল- শ্রী কলোনি(7)_8972675558 
  21. নিশীথ সাহা-নেতাজি পল্লী(10)_9933339828
  22. অমিত বিশ্বাস-পীরপুকুর(10)8509552784 
  23. সঞ্জীব মোদক-এস এস স্কুল রোড(10) 7586999651 
  24. প্রণয় মোদক-মনোমোহন ইস্কুলের অপজিট (11)7063668659
  25. প্রমথ মোদক-মনমোহন স্কুল(11)_8116329163 
  26. সনজিৎ চৌহান-নতুন পাড়া(12)-8637003158 
  27. রবি কুন্ডু- হাসপাতাল রোড(১২)_8951956438 
  28. উত্তম সাহা-হাসপাতাল রোড(১২)8536824475 
  29. কালাচাঁদ কুন্ডু-মহেন্দ্রগঞ্জ(১৩)__9332299736
  30. সঞ্জয় মহন্ত-মহেন্দ্রগঞ্জ(১৩)_9475252252 
  31. গৌতম স্টোর-শ্রী কলোনি(,14)_9563849992 
  32. পুষ্টি ভান্দরাটিডি রোড(15)_9304974708
  33. বিনো গোয়ালা-উত্তর চিড়ালপাড়া(১৬)_9304974708
  34. শিবু রাজভার-মাহাতো পাড়া(১৬)_7679303745
  35. জয় ত্রিনাথ ভান্ডার -বিবেকানন্দ মোড়(১৬)_8617351395

Post a Comment

0 Comments