করোনা: ভারতে আক্রান্তের সংখ্যা পেরোল ৬০৬, দুই বিদেশি-সহ মৃত ১২

ভারতে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা পেরিয়েছে ৬০৬। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, ভারতে কোভিড ১৯-এর সংক্রমণে আক্রান্ত হয়েছেন ৬০৬ জন। দুই বিদেশি নাগরিক-সহ দেশে মৃত্যুও হয়েছে ১২ জনের।সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে মহারাষ্ট্র এবং কেরলে। 
আক্রান্তের সংখ্যার নিরিখে মহারাষ্ট্রকে ছাপিয়ে গিয়েছিল কেরল। তবে মহারাষ্ট্রে নতুন করে সংক্রমণের খবর পাওয়া গিয়েছে। মঙ্গলবার প্রথম আক্রান্তের খবর পাওয়া গিয়েছে উত্তর-পূর্ব ভারত থেকেও। ব্রিটেন ফেরত বছর ২৩-এর এক তরুণী আক্রান্ত হয়েছেন করোনাভাইরাসে।

ইতিমধ্যেই কর্নাটক, দিল্লি, মুম্বই, পাঞ্জাব, বিহার, গুজরাত, হিমাচল এবং পশ্চিমবঙ্গে করোনাভাইরাসের সংক্রমণে মৃত্যু হয়েছে মোট ১০ জনের। এছাড়াও আরও ২ বিদেশি নাগরিকেরও মৃত্যু হয়েছে। বাকি সব রাজ্যে একজন করে মারা গেলেও ফিলিপিন্সের নাগরিক-সহ মুম্বইতে মৃতের সংখ্যা ৪।

করোনা সতর্কতায় ভারতের একাধিক রাজ্যে চলছে লক ডাউন। কোথাও পুরোপুরি ভাবে, কোথাও বা আংশিক। বন্ধ রয়েছে রেল এবং বিমান পরিষেবাও। সোশ্যাল ডিস্ট্যান্স বজায় রেখে করোনা রুখতে তৎপর প্রশাসন। করোনা সতর্কতা এবং এই ভাইরাসের মোকাবিলা করা যাবে কী ভাবে তা নিয়ে আজ সন্ধ্যা ৮টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

সারা বিশ্বে ইতিমধ্যেই করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪৪৫,৭৫৩ জন। মৃতের সংখ্যা ১৯,৭৬৬। উৎস দেশ চিনে প্রকোপ কমলেও কোভিড ১৯ মহামারীর আকার নিয়েছে ইতালি এবং ইরানে। আক্রান্তের সংখ্যার নিরীখে ইতালির দিকেই দ্রুত এগোচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। সমগ্র মার্কিন মুলুকে আক্রান্তের সংখ্যা ৩৩ হাজার পেরিয়েছে। 

শুধু নিউ ইয়র্ক সিটিতেই মৃত্যু হয়েছে ৬০-এর বেশি লোকের। ক্রমশ বিশ্বজুড়ে ত্রাস তৈরি করছে নোভেল করোনাভাইরাস। আতঙ্কে কাঁপছে গোটা দুনিয়া।সোমবার ভারতীয় সময়ের রাত ৯ টা নাগাদ জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দফতরে বসে হু চিফ টেড্রস আধানম একটা হিসাবের আন্দাজ দিয়েছেন। 

কত দ্রুত করোনাভাইরাসের সংক্রমণ ঘটতে পারে তার বোঝাতে গিয়ে বলেছেন, গোটা বিশ্বে এই ভাইরাসের সংক্রমণ প্রথম ১ লক্ষ মানুষের শরীরে ছড়াতে ৬৭ দিন সময় লেগেছিল। 

পরের ১ লক্ষ মানুষের মধ্যে সংক্রমণ ছড়িয়েছে ১১ দিনে। আর গত চারদিনেই পরের ১ লক্ষ মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। হু-র সেই পরিসংখ্যান উদ্বেগ তৈরি করেছে।

Post a Comment

0 Comments