রেইনকোটকে পিপিই বলে চালানোর ছবি ফেসবুকে দিয়ে প্রশাসনের চাপে ডাক্তার।

করোণা মোকাবিলা করতে ডাক্তার এবং নার্সদের প্রয়োজন ছিল পিপিই কিট অর্থাৎ পার্সোনাল প্রটেকশন ইকুইপমেন্ট কিট। কিন্তু বদলে তাঁরা পেয়েছিলেন রেইনকোট এবং খুব নিম্নমানের মাস্ক। 

বিষয়টি তুলে ধরেন প্রসিদ্ধ ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তার ইন্দ্রনীল খান।সেসব রেইনকোটের ছবি ফেসবুকে পোস্ট করেন তিনি যেগুলি পরবর্তীতে ভাইরাল হয়ে যায়। তিনি জানান যে যেহেতু ডাক্তার এবং নার্স রা ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে কাজ করছেন তাই তারা আক্রান্ত হলে রোগ আরো ছড়াবে। জানা গিয়েছে গত ২৯ তারিখ রাতে তাকে আটক করে মহেশতলা থানার পুলিশ এবং তাকে জিনজিরা বাজার ইনভেস্টিগেশন সেন্টারে নিয়ে যাওয়া হয়।

ডঃ ইন্দ্রনীল খানের হেনস্তার প্রতিবাদ জানিয়েছে পশ্চিমবঙ্গের ডাক্তারদের যৌথ মঞ্চ এবং দাবি করেছে যে তার হেনস্থার সাথে জড়িত সকলকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে

Post a Comment

0 Comments