করোনা মুক্ত শহর গড়ে তুলতে আজ থেকে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পৌরসভার উদ্যোগে চালু হলো, পৌরসভার সাফাই কর্মীদের মাধ্যমে জলের ট্যাংক এর সাহায্যে জলের সাথে ব্লিচিং পাউডার, ফিনাইল মিশিয়ে শহরের ১৭ টি ওয়ার্ডের বিভিন্ন রাস্তাগুলি ধুয়ে দেওয়ার কাজ।
কালিয়াগঞ্জ পৌরসভার চেয়ারম্যান কার্তিক চন্দ্র পাল জানান, করোনা মোকাবেলায় কালিয়াগঞ্জ পৌরসভা সবরকম সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছে।তারই ফলস্বরূপ আজ থেকে কালিয়াগঞ্জ এর প্রতিটি রাস্তা কে ধুয়ে দেওয়া চলছে ফিনাইল এবং ব্লিচিং পাউডার দিয়ে।
তিনি সমগ্র কালিয়াগঞ্জ বাসীর কাছে বিনীত আবেদন করে বলেন সবাই মিলে ঘরে থাকুন,আমরা খুব তাড়াতাড়ি করোনা মুক্ত শহর গড়ে তুলবো।যদি কোন প্রয়োজন হয় একান্তে তাহলেই একমাত্র বাড়ি থেকে বেরোবেন হলে বেরোনোর কোন দরকার নেই।তিনি বলেন এখন অব্দি কালিয়াগঞ্জে কোনো করোনা পজিটিভ কেস নেই। তিনি প্রার্থনা করেন যাতে কোন খারাপ কিছু না ঘটে কালিয়াগঞ্জে।দেখা গিয়েছে মানুষ অনেক সচেতন হয়েছে,তবে আরো অনেক সচেতন হতে হবে তাদের। একটু কষ্ট করে ঘরে থাকুন,নাহলে এই ঘাতক ভাইরাসটি আমাদের এই ছোট্ট শহর থেকেও ধ্বংস করে দিতে পারে।




0 Comments