গোটা দেশজুড়ে লকডাউন চলছে এবং দিনকে দিন করোনা আক্রান্তের সংখ্যা বেড়ই চলেছে , ভারত বর্ষ প্রায় তৃতীয় স্টেজ এর দিকে এগোচ্ছে।
সেই জন্য সরকার সোশ্যাল দুরুত্ব বজায় রাখতে বলেছে। এবং রাজ্য সরকারের থেকেও বলা হয়েছে এই সমস্ত কিছু বাজিয়ে রাখতে, এবং রাজ্য সরকার মমতা বন্দোপাধ্যায় বিভিন্ন বাজার ঘুরে ঘুরে সচেতন করছে , এবং নিজে থেকেই গন্ডি কেটে দিয়ে দূরত্ব বাজিয়ে রাখতে বলছে , কিন্তু কৈ এইসব , সরকাররের বাধা নিয়ম উপেক্ষা না করেই চলছে কেনা বেচার এই মরন খেলা সেই চিত্র ফুটে উঠলো কালিয়াগঞ্জের ধনকৈল হাটে।
আগামী সপ্তাহ থেকে হাট বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছিল কালিয়াগঞ্জ পৌরসভা ও পুলিশ প্রশাসনের তরফ থেকে। কিন্তু সেই বাধা উপক্রম না করে চলছে হাট।
Jayanta Bose তার facebook পোস্ট এ জানান --
আজ সকাল ৭.৪৫ মিঃ, সোমবার। কালিয়াগঞ্জের ধনকৈল মোড়ে যেভাবে মানুষের সমাগম আর হয়তো সংক্রমণ আটকানো সম্ভব হবে না। দয়া করে প্লিজ বারবার প্রশাসনের নজরে আনছি কিন্তু কোনো কিছুই হচ্ছে না। কিভাবে যে বিস্ফোরণ ঘটে চলছে সচক্ষে দেখুন। বন্ধ করুন। স্থানীয়, জেলা এবং রাজ্য প্রশাসনের কাছে বিনীত অনুরোধ।
এই বিষয়ে আপনাদের কি মতামত আপনারা তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং পোস্টটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
সেই জন্য সরকার সোশ্যাল দুরুত্ব বজায় রাখতে বলেছে। এবং রাজ্য সরকারের থেকেও বলা হয়েছে এই সমস্ত কিছু বাজিয়ে রাখতে, এবং রাজ্য সরকার মমতা বন্দোপাধ্যায় বিভিন্ন বাজার ঘুরে ঘুরে সচেতন করছে , এবং নিজে থেকেই গন্ডি কেটে দিয়ে দূরত্ব বাজিয়ে রাখতে বলছে , কিন্তু কৈ এইসব , সরকাররের বাধা নিয়ম উপেক্ষা না করেই চলছে কেনা বেচার এই মরন খেলা সেই চিত্র ফুটে উঠলো কালিয়াগঞ্জের ধনকৈল হাটে।
আগামী সপ্তাহ থেকে হাট বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছিল কালিয়াগঞ্জ পৌরসভা ও পুলিশ প্রশাসনের তরফ থেকে। কিন্তু সেই বাধা উপক্রম না করে চলছে হাট।
Jayanta Bose তার facebook পোস্ট এ জানান --
আজ সকাল ৭.৪৫ মিঃ, সোমবার। কালিয়াগঞ্জের ধনকৈল মোড়ে যেভাবে মানুষের সমাগম আর হয়তো সংক্রমণ আটকানো সম্ভব হবে না। দয়া করে প্লিজ বারবার প্রশাসনের নজরে আনছি কিন্তু কোনো কিছুই হচ্ছে না। কিভাবে যে বিস্ফোরণ ঘটে চলছে সচক্ষে দেখুন। বন্ধ করুন। স্থানীয়, জেলা এবং রাজ্য প্রশাসনের কাছে বিনীত অনুরোধ।
এই বিষয়ে আপনাদের কি মতামত আপনারা তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং পোস্টটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।



0 Comments