করোনা মোকাবেলায় এক বিশেষ ভূমিকা পালন করতে দেখা গেল কালিয়াগঞ্জের S.F.I ও D.Y.F.I এই দুই ছাত্র ও যুব সংগঠনের তরফ থেকে

যেদিকে গোটা দেশজুড়ে লকডাউন চলছে, মানুষ বাড়ি থেকে বেরোতে পারছে না ।  সেখানে এক বিশেষ চিত্র ফুটে উঠলো উত্তরদিনাজপুরের  কালিয়াগঞ্জ শহরে কালিয়াগঞ্জের  S.F.I ও D.Y.F.I  এই দুই সিপিএম ছাত্র  সংগঠনের উদ্যোগে কালিয়াগঞ্জ বাসীর জন্য  বিশেষ সুযোগ সুবিধা তারা প্রদান করছে ,  যে সমস্ত বাড়িতে শুধু বয়স্ক মানুষ আছেন এবং বিশেষ ভাবে সক্ষম মানুষ আছেন তাদের জন্য ঔষুধের জরুরি পরিসেবা বাড়ি বাড়ি পৌছেদেওর দায়িত্ব  নিয়েছেন এই ছাত্র ও যুব সংগঠন। 
এই বিশেষ চিত্র ফুটে উঠলো কালিয়াগঞ্জ শহরে। 

 তারা সমস্ত কালিয়াগঞ্জ বাসীর জন্য বিশেষ বার্তা দেন। 
করোনা মোকাবেলায় গোটা দেশ এবং রাজ্যে সকল স্তরের মানুষকে আমরা এই সময় সম্পুর্ন ভাবে ঘরে থাকতে অনুরোধ করছি। যে সমস্ত বাড়িতে শুধু বয়স্ক মানুষ আছেন এবং বিশেষ ভাবে সক্ষম মানুষ আছেন তাদের জন্য ঔষুধের জরুরি পরিসেবা শুরু করেছে কালিয়াগঞ্জের বামপন্থী ছাত্র-যুব-শিক্ষকরা।
যোগাযোগের জন্য নীচে আমাদের ফোন নাম্বার দেওয়া রইলো।
*সঠিক প্রেসক্রিপশন ছাড়া এই সুবিধা দেওয়া হবেনা।



Post a Comment

0 Comments