কালিয়াগঞ্জের ধনকৈল হাটে আটকে যাওয়া মধু সংগ্রহকারি দুটি পরিবারের সদস্যদের সাহায্যের হাত বাড়িয়ে দিলেন সমাজসেবক Sujay Chakraborty


গোটা দেশজুড়ে লকডাউন থাকার কারনে হরিশ্চন্দ্রপুর এবং ডিটোল থেকে আসা মধু সংগ্রহকারি দুটি পরিবারের ১৩ জন সদস্য গত ৪ দিন থেকে কালিয়াগঞ্জ #ধনকৈল_হাটে আটকে আছে। দুদিন থেকে এই দুটি পরিবারের দুবেলা খাওয়াদাওয়ার ব্যবস্থা এবং আজ কালিয়াগঞ্জ থানার অনুমতি নিয়ে তাদের বাড়ি ফেরত পাঠানোর ব্যবস্থা সমাজসেবক Sujay Chakraborty করে দেন। 
এই পরিস্থিতিতেও কালিয়াগঞ্জ স্টেশন এবং বিভিন্ন জায়গায় অনাহারে থাকে ব্যাক্তিদের দুবেলা খাওয়ার ব্যাবস্থায় সুজয় দার সহযোগিতা করছেন Pampa Deb Chowdhury Sampad Pasman তাহাদের এই মানবিক প্রচেষ্টা কে ধন্যবাদ এবং প্রণাম জানাই খবর সারাদিন এর তরফ থেকে

এই বিষয়ে আপনাদের কি মন্তব্য তা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ।

Post a Comment

0 Comments