এতদিন করোনার নিরিখে গ্রিন জোনে ছিল আলিপুরদুয়ার জেলা। এই অবস্থার মধ্যেই বৃহস্পতিবার চার জনের নমুনায় করোনা পজিটিভ পাওয়া গেল।
করোনা সংক্রমণের নিরিখে গ্রিন জোনে থাকা আলিপুরদুয়ার জেলায় এবার এক সঙ্গে চার জনের কোভিড-১৯ পজিটিভ রিপোর্ট এল। ওই চার ব্যক্তি ভিন রাজ্য থেকে আসছিলেন। তাই এবার প্রশ্ন উঠছে এর পরে আলিপুরদুয়ারের গ্রিন জোনে থাকা নিয়ে।
জানা গিয়েছে দিল্লির এইমস থেকে চিকিৎসা করিয়ে একটি অ্যাম্বুল্যান্স ভাড়া করে ফিরছিলেন ওই চার জন। রাস্তায় অ্যাম্বুল্যান্স আটকে ২৭ এপ্রিল তাঁদের কোয়ারান্টাইনে পাঠায় স্বাস্থ্য দফতর। তাঁদের সোয়াব পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে পাঠানো হয়। বৃহস্পতিবার তাঁদের এই পরীক্ষার রিপোর্ট আসে। তখনই তাঁদের আক্রান্ত হওয়ার কথা জানা যায়। এই চার জনের মধ্যে দু’জন কোচবিহারের বাসিন্দা হলেও অন্য দু’জনের বাড়ি আলিপুরদুয়ার জেলায়।
এতদিন করোনার নিরিখে গ্রিন জোনে ছিল আলিপুরদুয়ার জেলা। এই অবস্থার মধ্যেই বৃহস্পতিবার চার জনের নমুনায় করোনা পজিটিভ পাওয়া গেল। ওই চার জনকে রাস্তা থেকেই কোয়ারান্টাইন সেন্টারে পাঠানো হয়েছিল। তাই তাঁদের থেকে আর কারও শরীরে সংক্রমণ ছড়ায়নি বলে মনে করা হচ্ছে। চার জনের নমুনায় কোভিড-১৯ পজিটিভ পাওয়ার কথা স্বীকার করে নিয়েছেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক পূরণ শর্মা।


0 Comments