আমরা সকলে জানি করোনা ভাইরাসের কারণে গোটা দেশজুড়ে চলছে লকডাউন দিনের পর দিন করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে । এই পরিস্থিতিতে কেন্দ্র সরকার ও রাজ্য সরকার লকডাউন বাড়ানোর চিন্তাভাবনা করছে।করোনা ভাইরাস মোকাবেলায় ডাক্তার, পুলিশ, বিভিন্ন ধরনের স্বাস্থ্য কর্মী এবং সাফাই কর্মীরা দিনরাত কঠোর পরিশ্রম করে চলেছে।
এই পরিস্থিতিতে সাফাই কর্মীরা শহর-গ্রাম পরিষ্কার রাখতে সকাল সকাল বেরিয়ে পড়ছে রাস্তা , ঘাট পরিষ্কার করতে। সাফাই কর্মীরা এই করোনা ভাইরাস মোকাবেলার খুব গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করছে আমাদের এই সমাজে।
সাফাই কর্মীদের কথা মাথায় রেখে কালিয়াগঞ্জের ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রীমতি মঞ্জুরী দাম দত্ত মহাশয়া, একটি বিশেষ আবেদন করেছেন কালিয়াগঞ্জ পৌরসভার পৌরপতি শ্রী কার্তিক চন্দ্র পাল মহাশয় এর কাছে । তিনি এই আবেদনে জানিয়েছেন কালিয়াগঞ্জের যে সমস্ত সাফাই কর্মীরা দিন-রাত কঠোর পরিশ্রম করে চলেছেন তাদের কিছু পরিমান টিফিনের ব্যবস্থা যদি পৌরসভার উদ্যোগে যদি করা হয় তবে তাদের উৎসাহ এবং শারীরিক মনোবল মজবুত করা যাবে।
শ্রীমতি মঞ্জুরি দাম দত্ত মহাশয়া জানিয়েছেন এই মত অবস্থায় বিশেষ প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বেরোনো উচিত নয় তাই তিনি e-resource কে ব্যবহার করে e-mail র মাধ্যমে তিনি কালিয়াগঞ্জ পৌরসভার পৌরপিতা শ্রী কার্তিক চন্দ্র পাল মহাশয়ের কাছে এই আবেদন জানিয়েছেন।
এই পরিস্থিতিতে সাফাই কর্মীরা শহর-গ্রাম পরিষ্কার রাখতে সকাল সকাল বেরিয়ে পড়ছে রাস্তা , ঘাট পরিষ্কার করতে। সাফাই কর্মীরা এই করোনা ভাইরাস মোকাবেলার খুব গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করছে আমাদের এই সমাজে।
সাফাই কর্মীদের কথা মাথায় রেখে কালিয়াগঞ্জের ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রীমতি মঞ্জুরী দাম দত্ত মহাশয়া, একটি বিশেষ আবেদন করেছেন কালিয়াগঞ্জ পৌরসভার পৌরপতি শ্রী কার্তিক চন্দ্র পাল মহাশয় এর কাছে । তিনি এই আবেদনে জানিয়েছেন কালিয়াগঞ্জের যে সমস্ত সাফাই কর্মীরা দিন-রাত কঠোর পরিশ্রম করে চলেছেন তাদের কিছু পরিমান টিফিনের ব্যবস্থা যদি পৌরসভার উদ্যোগে যদি করা হয় তবে তাদের উৎসাহ এবং শারীরিক মনোবল মজবুত করা যাবে।
শ্রীমতি মঞ্জুরি দাম দত্ত মহাশয়া জানিয়েছেন এই মত অবস্থায় বিশেষ প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বেরোনো উচিত নয় তাই তিনি e-resource কে ব্যবহার করে e-mail র মাধ্যমে তিনি কালিয়াগঞ্জ পৌরসভার পৌরপিতা শ্রী কার্তিক চন্দ্র পাল মহাশয়ের কাছে এই আবেদন জানিয়েছেন।



0 Comments