তন্ত্র সাধনা করতে গিয়ে নিজের ছেলেকে হত্যার চেষ্টা কালিয়াগঞ্জের টুংগিলবিলপাড়ায়


তন্ত্র সাধনায় সিদ্ধ হতে গিয়ে নিজের নাবালক ছেলেকে হত্যার চেষ্টার অভিযোগ উঠল কালিয়াগঞ্জে । গতকাল এই মর্মে অভিযোগ জমা পড়েছে কালিয়াগঞ্জ থানায়। অভিযোগ উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের   "টুংগিলবিলপাড়ায়" এক ব্যক্তি দিলীপ সরকার তার ছেলে সুবোধ সরকার কে হত্যার চেষ্টা করে। তান্ত্রিক সিদ্ধ হবার জন্য তিনি নিজের ছেলেকে প্রথমে বলেন একটি গর্ত খুঁড়তে। তারপরে তাকে বলেন ঐ গর্ত থেকে টাকার ভাণ্ড (হাঁড়ি)  বের করে আনতে। ছেলে সুবোধ সরকার তা চেষ্টা করলে তাকে মাটি চাপা দিয়ে হত্যার চেষ্টা করা হয় অভিযোগ।তন্ত্রসাধনার এই ঘটনায় যে শিশুর প্রানবাজী রাখা হয়েছিল,তার মা তিস্তা সরকার এদিন পুলিশের কাছে স্বামী দিলীপ সরকার ও প্রতিবেশী তান্ত্রিক গলিচাঁদ বর্মনের নামে লিখিত অভিযোগ দায়ের করেছেন।  ঘটনার তদন্তে নেমেছে কালিয়াগঞ্জ থানার পুলিশ




All information collected,

The Website is in no way responsible for this information collected.

Post a Comment

0 Comments