করোনাকে হারিয়ে ঘরে ফিরলেন ৯ পরিযায়ী শ্রমিক।

সুস্থ হয়ে যাওয়ায় বুধবার বিকেলে রায়গঞ্জের কোভিড হাসপাতাল থেকে ৯ জন করোনা আক্রান্তকে ছেড়ে দেওয়া হল।

জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক রবীন্দ্রনাথ প্রধান বলেন, “উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন ব্লকের নয় জন পরিযায়ী শ্রমিক কয়েকদিন আগে ভিন রাজ্য থেকে বাড়ি ফিরেছিলেন। লালার নমুনা পরীক্ষা হলে দেখা যায়, তাঁরা করোনা পজেটিভ।
এতদিন তাঁরা রায়গঞ্জের কর্ণজোড়ার কোভিড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসায় সুস্থ হয়ে ওঠায় এদিন তাঁদের হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। তাঁদের হোম কোয়ারান্টিনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
করোনার হাত থেকে রেহাই পেতে কী কী সতর্কতামূলক ব্যবস্থা অবলম্বন করতে হবে, সেই বিষয়ে পরিযায়ী শ্রমিকদের সচেতন করা হয়েছে।”

Post a Comment

0 Comments