মালদায় নতুন করে আরও ৩ জনের করোনা সংক্রমণ ধরা পড়ল।

মঙ্গলবার মালদা মেডিকেলের ভিআরডিএল থেকে ১২৯ টি নমুনার রিপোর্ট আসে। তার মধ্যে ৩২টি রিপোর্ট পজিটিভ এসেছে বলে সূত্রের খবর। আক্রান্ত ৩২ জনের মধ্যে ৩ জন মালদার বলে জানা গিয়েছে। অসমর্থিত সূত্রের খবর, তাঁরা কালিয়াচক ২ ব্লকের বাসিন্দা। ভিনরাজ্য থেকে সম্প্রতি তাঁরা জেলায় ফিরেছেন। গৌড়কন্যা বাস টার্মিনাসে তাঁদের লালার নমুনা সংগ্রহ করা হয়েছিল।




মালদায় সব মিলিয়ে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১২৭। এর মধ্যে সুস্থ হয়েছেন ২২ জন। আক্রান্তদের চিহ্নিত করে আইসোলেশনে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে।



NOTED:- ALL INFORMATION COLLECTED.
সংগৃহীত :-uttarbangasambad

Post a Comment

0 Comments