৩০ জুন পর্যন্ত বাংলায় বন্ধ থাকছে স্কুল। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বুধবার সাংবাদিক সম্মেলন করে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন। রাজ্যের সমস্ত সরকারি, সরকার পোষিত এবং সরকারি অনুদানপ্রাপ্ত স্কুলের ক্ষেত্রে এই নির্দেশিকা কার্যকর হবে বলে জানা গিয়েছে।
এর আগে ১০ জুন পর্যন্ত স্কুল বন্ধ রাখার কথা ঘোষণা করেছিল রাজ্য সরকার। বুধবার সেই মেয়াদ আরও ২০ দিন বাড়ানো হল। শিক্ষামন্ত্রী বলেন, আমপানের তাণ্ডবে কলকাতা, নদীয়া, পূর্ব বর্ধমান, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুরের একাধিক স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া প্রয়োজন হলে কিছু স্কুলে কোয়ারান্টিন সেন্টার খোলা হতে পারে। এ কারণেই ৩০ জুন পর্যন্ত স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিকাশ ভবনে এদিনের সাংবাদিক সম্মেলনে শিক্ষামন্ত্রী বলেন, ৩০ জুন পর্যন্ত স্কুল বন্ধ থাকলেও পূর্ব ঘোষণা মত ২৯ জুন, ২ জুলাই ও ৬ জুলাই উচ্চ মাধ্যমিকের বাকি থাকা পরীক্ষাগুলি নেওয়া হবে। সমস্ত সতর্কতা মেনে পরীক্ষা নেওয়ার জন্য ১০৫৮টি পরীক্ষা কেন্দ্র নেওয়া হবে। প্রয়োজন হলে কিছু কলেজও পরীক্ষা নেওয়া হতে পারে। শিক্ষামন্ত্রী জানান, আমপানের তাণ্ডবে ৪৬২টি পরীক্ষা কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে।
তবে রাজ্যের কলেজ-বিশ্ববিদ্যালয়গুলি বন্ধ থাকবে না চালু থাকবে সেই সিদ্ধান্ত সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলি নিতে পারবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে ১০ জুন পর্যন্ত কলেজ-বিশ্ববিদ্যালয়গুলি বন্ধ রাখার জানিয়েছিলেন। তবে এদিন শিক্ষামন্ত্রী বলেন, কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলি কবে থেকে খুলবে তা বিশ্ববিদ্যালয়গুলি ঠিক করতে পারবে। এ ব্য়াপারে বিশ্ববিদ্যালয়গুলি চাইলে সরকারের সঙ্গে আলোচনা করতে পারে।


0 Comments