কালিয়াগঞ্জ তরঙ্গপুর নন্দকুমার বিদ্যালয়ে রক্তদান শিবির অনুষ্ঠিত হলো।


“রক্ত দিলে হয়না ক্ষতি,

জাগ্রত করে মানবিক অনুভুতি”


করোনা মোকাবিলায় দেশজুড়ে চলছে লকডাউন। অত্যন্ত জরুরি প্রয়োজন ছাড়া নাগরিকদের ঘর ছাড়তেই নিষেধ করা হয়েছে। সোশ্যাল সাইট, টিভি চ্যানেলগুলিতয়ে এই নিয়ে দিনভর চলছে সতর্কতামূলক প্রচার। লকডাউনের জেরে তীব্র সংকট তৈরি হয়েছে রক্তের। এই রকম মুহূর্তেমাননীয়া মুখ্যমন্ত্রী  শ্রীমতি মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরণাতে উত্তরবঙ্গ ক্রীড়া উন্নয়ন পর্ষদের সদস্য শ্রী অসীম ঘোষের উদ্যোগে কালিয়াগঞ্জ তরঙ্গপুর নন্দকুমার বিদ্যালয়ে রক্তদান শিবির অনুষ্ঠিত হলো  

রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন বিধায়ক শ্রী তপন দেবসিংহ , পৌর প্রসাশক শ্রী কার্তিক চন্দ্র পাল , কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতাল সুপার শ্রী প্রকাশ রায় ও কালিয়াগঞ্জের বিডিও ও আরো অন্যান্য ব্যাক্তি । শ্রী অসীম ঘোষ মহাশয় জানান এদিন প্রায় ১০০ জন রক্তদাতারা রক্তদান করে শিবিরে 

Post a Comment

0 Comments