গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত ১১৪ জন পুলিশকর্মী, মৃত ১

গত ২৪ ঘন্টায় মহারাষ্ট্রে করোনায় আক্রান্ত হলেন ১১৪জন পুলিশকর্মী। মৃত্যু হয়েছে একজনের। শনিবার এমনটাই জানাল রাজ্য পুলিশ।
মহারাষ্ট্র পুলিশ সূত্রে জানা গিয়েছে, এখনও পর্যন্ত সেখানে কোভিড-১৯ সংক্রামিত পুলিশকর্মীদের সংখ্যা দাঁড়িয়েছে ২,৩২৫ জন। মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৬।

প্রসঙ্গত, মহারাষ্ট্রে পুলিশকর্মীদের শরীরে করোনা সংক্রমণের সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, করোনা আক্রান্তের সংখ্যার নিরিখে মহারাষ্ট্রই সবার ওপরে রয়েছে। এখনও পর্যন্ত সেখানে করোনা আক্রান্তের সংখ্যা ৬২,২২৮। এর মধ্যে সুস্থ হয়েছেন ২৬,৯৯৭ জন। মৃত্যু হয়েছে ২,০৯৮জনের। অর্থাৎ সেখানে এখনও করোনা অ্যাক্টিভ কেসের সংখ্যা ৩৩,১৩৩।
দেশে এখনও পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১,৭৩,৭৬৩ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৮২,৩৬৯ জন। মৃত্যু হয়েছে ৪,৯৭১ জনের। একজন পরিযায়ী শ্রমিক। অর্থাৎ, করোনা অ্যাক্টিভ কেসের সংখ্যা ৮৬,৪২২।

Post a Comment

0 Comments