মালদায় আরও ১০ জন করোনায় আক্রান্ত হলেন। এর মধ্যে একজন মহিলা নার্সিং স্টাফ রয়েছেন বলে জানা গিয়েছে। তিনি পুরাতন মালদার কোভিড হাসপাতালে কর্মরত ছিলেন।
বৃহস্পতিবার মালদা মেডিকেল কলেজের ভিআরডিএল-এ যে ১২৭৮টি নমুনা পরীক্ষা হয়, তার মধ্যে ৪০টি রিপোর্ট পজিটিভ আসে। এর মধ্যে ১০টি পজিটিভ রিপোর্ট মালদার।
জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, মালদার ১০ জনের মধ্যেই নতুন করে করোনা সংক্রমণ ধরা পড়েছে। স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, আক্রান্তদের মধ্যে ইংলিশবাজারের ৩ জন, মানিকচকের ৩ জন, কালিয়াচক-১’এর ১ জন, রতুয়া-১’এর ১ জন, চাঁচোল-১’এর ১ জন এবং গাজোলের ১ জন রয়েছেন।
ইংলিশবাজারের ৩ জন আক্রান্তের মধ্যে দুজন সাট্টারির এবং একজন বিনোদপুরের বলে খবর। কালিয়াচক-১ ব্লকের আক্রান্তের বাড়ি যদুপুর বলে জানা গিয়েছে। মানিকচকের ৩ জন আক্রান্তের মধ্যে একজন লালবাথানি এলাকার বলে স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর। আক্রান্তদের মধ্যে মাত্র ৩ জন কোয়ারান্টিন সেন্টারে ছিলেন।
মানিকচকের লালবাথানি, রতুয়া-১ এবং গাজোলের শংকরপুরের আক্রান্তরা কোয়ারান্টিন সেন্টারে ছিলেন। বাকিরা সকলেই বাড়িতে ছিলেন বলে জানা গিয়েছে।অন্যদিকে গাজোলের যে মহিলা আক্রান্ত হয়েছেন, তিনি শংকরপুরের বাসিন্দা। তিনি পুরাতন মালদার কোভিড হাসপাতালে নার্সের ডিউটি করছিলেন। সম্প্রতি ডিউটি শেষে চিকিৎসা কর্মীদের যে কোয়ারান্টিন সেন্টার মালদা শহরে রয়েছে, সেখানে ছিলেন তিনি।
রিপোর্ট পজিটিভ আসার পরে আক্রান্তদের চিহ্নিত করে জোনাল আইসোলেশন সেন্টার এবং কোভিড হাসপাতালে ভর্তির তোড়জোড় শুরু হয়েছে। সবমিলিয়ে এখনও পর্যন্ত মালদা জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৩৮। এর মধ্যে ২২ জন সুস্থ হয়েছেন।



0 Comments