করোনা সংক্রমনের জেরে দু’মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর বৃহস্পতিবার থেকে ট্রায়াল রান শুরু করল কলকাতা মেট্রো এবং ইস্ট-ওয়েস্ট মেট্রো। উদ্দেশ্য একটাই, লকডাউনের পরবর্তী সময়ে যাত্রী পরিবহণে যাতে কোনও সমস্যা না হয়। সেই কারণেই এদিন থেকেই দুই মেট্রোর মহড়া শুরু হল।
একই সঙ্গে, করোনা সংক্রমণ ঠেকাতে দু’জায়গাতেই প্রাথমিক ভাবে টোকেন ব্যবস্থা পুরোপুরি বন্ধ রাখার সিদ্ধান্ত নিতে চলেছে মেট্রো কর্তৃপক্ষ। কেবলমাত্র স্মার্টকার্ড ব্যবহার করে মেট্রোয় উঠতে পারবেন যাত্রীরা।
আপাতত পাঁচ বা দশ টাকা দিয়ে আর টোকেন নয়, তার বদলে ১০০ টাকা দিয়ে গোটা মাসের জন্য স্মার্ট কার্ড কেটে তবেই মেট্রোয় উঠতে পারবেন যাত্রীরা। মেট্রো রেলের টোকেন যেন করোনা সংক্রমণের কারণ না হয় তা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নিয়েছে মেট্রো কর্তৃপক্ষ।
সংস্থার চিফ অপারেটিং ম্যানেজার সাত্যকি নাথ বলেন, করোনা সংক্রমণ শুরু হতেই মেট্রোর টোকেন আমাদের কাছে চিন্তার কারণ ছিল। প্রতিবার স্মার্ট গেট থেকে টোকেন বের করে কাউন্টারে আনার আগে স্যানিটাইজার দিয়ে জীবাণুমুক্ত করতে হচ্ছিল। আপাতত টোকেন বন্ধ করে পুরোপুরি স্মার্টকার্ড ব্যবহার করার মাধ্যমেই ‘হাতে হাতে ভাইরাসের সংক্রমণ’ ঠেকানো সম্ভব বলে মনে করা হচ্ছে।
সাত্যকিবাবুর কথায়, ‘স্মার্ট কার্ড হাতবদলের সম্ভাবনা নেই। ফলে এই ব্যবস্থা অনেক নিরাপদ।’ কলকাতা মেট্রোর প্রায় ৭০ শতাংশ যাত্রীই স্মার্ট কার্ড ব্যবহার করেন। কোনও যাত্রী নূন্যতম ১০০ টাকা দিয়ে স্মার্ট কার্ড কাটার পর মাঝপথে কার্ড ব্যবহার না করার সিদ্ধান্ত নিলে কাউন্টারে কার্ড ফিরিয়ে দিয়ে বকেয়া পয়সা ফেরত নিতে পারবেন। কাউন্টারে যাত্রীদের ভিড় কমাতে অনলাইনে কার্ড রিচার্জ করার উপরে জোর দেওয়া হবে বলেও তিনি জানান।


0 Comments