লালার নমুনা পরীক্ষার জন্য অত্যাধুনিক যন্ত্র এল রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে। শনিবার রাতে ওই যন্ত্র রায়গঞ্জ মেডিকেল কলেজে আসে।
এখনও পর্যন্ত রায়গঞ্জ মেডিকেল কলেজে ট্রুনাট যন্ত্রের সাহায্যে লালার নমুনা পরীক্ষা হচ্ছে। প্রতিদিন ১৬ জনের নমুনা পরীক্ষা হয় রায়গঞ্জ মেডিকেলে। বাকি নমুনা পাঠানো হয় মালদা ও উত্তরবঙ্গ মেডিকেল কলেজে। এদিন রাতে উন্নতমানের ওই যন্ত্র চলে আসায় এখন থেকে প্রতিদিন আরও বেশি সংখ্যক লালার নমুনা পরীক্ষা করা যাবে বলে জানিয়েছে জেলা স্বাস্থ্য দপ্তর।
এপ্রসঙ্গে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক রবীন্দ্রনাথ প্রধান বলেন, উন্নত যন্ত্র চলে এসেছে। যন্ত্র বসানোর প্রক্রিয়া শেষ হলে আমরা আরও বেশি সংখ্যক লালার নমুনা পরীক্ষা করতে পারব।


0 Comments