গরিব পরিবারগুলিকে এখনই এককালীন ১০ হাজার টাকা দিতে হবে, #SpeakUpIndia সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কালিয়াগঞ্জ কংগ্রেস ।

পরিযায়ী শ্রমিকদের দুঃখ, যন্ত্রণা, কান্না দেখতে পাচ্ছে গোটা দেশ। কিন্তু তা চোখে পড়ছে না কেন্দ্র সরকারের । বৃহস্পতিবার ‘SpeakUP India’ নামের সোশ্যাল মিডিয়া অভিযানের শুরুতে এমনটাই অভিযোগ কালিয়াগঞ্জ  কংগ্রেসের ।  অভিযোগ, স্বাধীনতার পর ভারতবর্ষে সাধারণ মানুষকে এত কষ্ট কোনওদিন পেতে হয়নি। কোনওদিন সাধারণ খেটে খাওয়া মানুষকে এভাবে খালি পায়ে মাইলের পর মাইল হাঁটতে হয়নি। অথচ, শ্রমিকদের এই কষ্ট, এই বেদনা, কেন্দ্র সরকারের দৃষ্টিগোচর হয় না।



লকডাউনের জেরে দেশের সাধারণ মানুষ যে সমস্যার সম্মুখীন হচ্ছেন, তা সোশ্যাল মিডিয়ায় তুলে ধরার আবেদন নিয়ে ‘SpeakUP India’ নামের এই প্রচারাভিযান শুরু করে কংগ্রেস।  বৃহস্পতিবার পূর্বঘোষিত এই অভিযানের সূচনা করেন ব্লক কংগ্রেস সভাপতি সুজিত দত্ত, শহর কংগ্রেস সভাপতি তুলসী জয়সওয়াল।




এদিন কেন্দ্রের কাছে দেশের গরিব মানুষদের জন্য একাধিক দাবি পেশ করেন। যার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল দেশের গরিব পরিবারগুলিকে এককালীন অর্থ সাহায্য। কংগ্রেসের দাবি, গরিব পরিবারগুলিকে এখনই এককালীন ১০ হাজার টাকা দিতে হবে। এখানেই শেষ নয়, লোকসভা নির্বাচনের আগে কংগ্রেস যে ন্যায় প্রকল্প ঘোষণা করেছিল, সেই ধাঁচে মাসে মাসে পরিবারপিছু সাড়ে সাত হাজার টাকা করে অনুদান দিতে হবে কেন্দ্রকে।  সরাসরি অর্থসাহায্যের পাশাপাশি ‘MNREGA’র অধীনে ১০০ দিনের পরিবর্তে ২০০ দিন কাজ দিতে হবে।


কংগ্রেসের দাবি, বহু সাধারণ নাগরিকও এই #SpeakUpIndia অভিযানে অংশ নিয়েছেন। এই প্রতিবেদন যখন লেখা হচ্ছে, তখন সামাজিক মাধ্যমে টপ ট্রেন্ডিং এই #SpeakUpIndia

Post a Comment

0 Comments