দক্ষিণ দিনাজপুরে ৯ জনের শরীরে সংক্রমণ

করোনা আক্রান্তের সংখ্যার নিরিখে ডাবল সেঞ্চুরি করল দক্ষিণ দিনাজপুর! শনিবার সকালেই জেলায় ১২ জনের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়েছিল। মালদা মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে শনিবার গভীর রাতে আরও ৯ জনের লালার নমুনার রিপোর্ট পজিটিভ এসেছে বলে স্বাস্থ্য দপ্তর সূত্রের খবর। এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২০০।



তবে স্বস্তির খবর, ইতিমধ্যেই ১২০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন। নতুন করে যাঁদের শরীরে সংক্রমণ ধরা পড়েছে, তাঁদের চিকিৎসার জন্য সেফ হাউজে আনা হচ্ছে।

Post a Comment

0 Comments