‘ইন স্পেস’ ভারতের নতুন মহাকাশ সংস্থা

ভারতের মহাকাশ গবেষণার সঙ্গে বিভিন্ন বেসরকারি সংস্থাকে যুক্ত করতে ইন স্পেস নামে একটি নতুন ও স্বতন্ত্র সংস্থা গঠনের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে মন্ত্রীসভার একটি বৈঠক হয়। সেখানেই ইন্ডিয়ান ন্যাশনাল স্পেস, প্রোমোশন অ্যান্ড অথোরাইজেশন সেন্টার (ইন স্পেস) নামে ওই সংস্থা গঠনের কথা বলেন পরমাণু শক্তি ও মহাকাশ সংক্রান্ত দপ্তরের প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং।

ইন স্পেস মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর সঙ্গে সমন্বয় রেখে কাজ করবে। পারমাণবিক শক্তি ও মহাকাশ সংক্রান্ত দপ্তরের প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং জানান, ভারতে মহাকাশ গবেষণার প্রধান কেন্দ্র হিসেবে ইসরো কাজ চালিয়ে যাবে। আর ইন স্পেস বেসরকারি সংস্থাগুলিকে ভারতের মহাকাশ গবেষণা সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত হতে সাহায্য করবে। এর ফলে দেশের মহাকাশ গবেষণা আরও সমৃদ্ধ হবে বলে কেন্দ্রীয় সরকার মনে করছে।
জিতেন্দ্র সিং আরও জানান, ইন স্পেস বিভিন্ন বেসরকারি সংস্থাকে মহাকাশের কাজকর্মে এগিয়ে আসতে উৎসাহিত করবে। তবে কোনও আলাদা সংস্থা হিসেবে নয়, ইন স্পেস ইসরোর বর্ধিত অংশ হিসেবেই কাজ করবে।

Post a Comment

0 Comments