JIOFIBER গ্রাহকদের জন্য় সুখবর, এবার সম্পূর্ণ বিনামূল্য়ে পেয়ে যাবেন ZEE5 প্রিমিয়াম সাবসস্ক্রিপশন

Jio তাদের গ্রাহকদের মন ধরে রাখতে প্রায় দিন নিত্য় নতুন প্ল্য়ান নিয়ে হাজির হচ্ছে। সম্প্রতি রিলায়েন্ত জিও গ্রাহকদের Amazon Prime ও Disny+Hotstar এর এক বছরের ফ্রি সাবস্ক্রিপশন অফার দিচ্ছিল। এবার আবার নতুন চমক নিয়ে হাজির হয়েছে কোম্পানি। এবার Jio নিজের ব্রডব্য়ান্ড JioFiber গ্রাহকদের সেটটপ বক্সের সঙ্গে বিনামূল্য়ে Zee5-এর প্রিমিয়াম সাবস্ক্রিপশন অফার করছে।


JIOFIBER ZEE5 PREMIUM OFFER
যদি আপনি Jio Fiber গ্রাহক হন তবে আপনাকে Zee5 অ্য়াপে আপনার জিও ফাইবার সেটটপ বক্সের মাধ্য়মে লগইন করতে হবে। এর পর আপনি 12 টি ভাষায় ৪,৫০০ মুভি এবং ১২০ অরিজিনাল শো দেখতে পারবেন। খুব শীঘ্রই Zee5 এর সপোর্ট JioTV+ অ্য়াপে পাওয়া যাবে, যা সমস্ত জিও ফাইবার ব্য়বহারকারীদের জন্য় উপলব্ধ হবে।

Post a Comment

0 Comments