বামপন্থীদের উদ্যোগে কালিয়াগঞ্জে বিদ্যুৎ অফিসে ডেপুটেশন ।

একগুচ্ছ দাবি দাওয়া নিয়ে কালিয়াগঞ্জ বিদ্যুৎ দপ্তরে দেপুটেশন দিল বামপন্থীদল CPIM   সোমবার সকালে দপ্তরের আধিকারিকের হাতে দাবি পত্রটি তুলে দেওয়া হয় সংগঠনের পক্ষ থেকে। CPIM উত্তর এরিয়া কমিটির সম্পাদক মনোরঞ্জন পাটোয়ারী জানান, মূলত ৭ টি দাবিতে তারা এদিন ডেপুটেশন দেন কালিয়াগঞ্জ বিদ্যুৎ দপ্তরে ।



দাবিগুলো হলো:- 

১.লকডাউন এর কারণে সকলের ক্ষেত্রে ৬ মাসের বিদ্যুৎ বিল মুকুব করতে হবে।
২.কৃষকের আমন চাষের ক্ষেত্রে বিদ্যুৎ বিল সম্পূর্ণ করতে হবে।
৩. ক্রমাগত বিদ্যুতের বৰ্দ্ধিত মূল্য হ্রাস  করতে হবে।
৪. প্রতিমাসে মিটার রিডিং নিয়ে এবং মাসে মাসে বিল জমা নেওয়ার ব্যবস্থা করে গ্রাহকদের আর্থিক চাপ কমাতে হবে।


৫.বর্ষায় বিদ্যুতের তারে গাছের ডাল পড়ে তার ছিড়ে বিদ্যুৎ বিভ্রাট সহ যেকোন প্রাণহানি ঘটতে পারে। তাই অতিসত্বর এই সমস্ত গাছের ডাল কাটার ব্যবস্থা করতে হবে।
৬. নতুনভাবে বিদ্যুতের আবেদন করার পরও বিদ্যুৎ সংযোগের ক্ষেত্রে অযথা বিলম্ব ঘটানো হচ্ছে কেন?
৭. কল দেওয়ার সাথে সাথে দুটো পাঠানোর ব্যবস্থা করতে হবে।



এদিনের ডেপুটেশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন CPIM উত্তর এরিয়া কমিটির সম্পাদক মনোরঞ্জন পাটোয়ারী, দিগেন্দ্র নাথ রায়, ABPTA নেতা অয়ন দত্ত ও অন্যান্য কমরেডরা। 

Post a Comment

0 Comments