কালিয়াগঞ্জের বাঁশতলা মোড়ের ১ জন স্বাস্থ্যকর্মীর লালারসে করোনা পজিটিভ।

আজ কালিয়াগঞ্জের বাঁশতলা মোড়ের ১ জন স্বাস্থ্যকর্মীর লালারসে করোনা সংক্রমণ মিলো । জানা গিয়েছে ওই সাস্থওই স্বাস্থ্যকর্মী বাড়ি কালিয়াগঞ্জের  বাশতলা মোড় এলাকায় জানা গিয়েছে ওই স্বাস্থ্যকর্মী এতদিন ধরে গ্রামীণ অঞ্চলে স্বাস্থ্য দপ্তরে কর্মরত ছিলেন, আজ তার রিপোর্ট পজেটিভ আসতেই শোর গড় পরে যায় এলাকায়। 

এই খবর পেয়ে ছুটে আসে কালিয়াগঞ্জ পৌরসভার  পৌর-প্রশাসক শ্রী কার্তিক চন্দ্র পাল মহাশয় ও অন্যান্য পৌরকর্মীরা । 



বিঃদ্রঃ:- বিস্তারিত খবর জানতে চোখ রাখুন খবর সারাদিনের ওয়েবসাইটে। 

Post a Comment

0 Comments