আজ বাড়িফিরলেন কালিয়াগঞ্জের COVID -19 যোদ্ধাদের একজন তথা স্বাস্থ্য কর্মী শ্রীমতী সুস্মিতা ভৌমিক মহাশয়া।

আজ উত্তর দিনাজপুর করোনা (COVID-19)  চিকিৎসা কেন্দ্র থেকে বাড়ি ফিরলেন কালিয়াগঞ্জের COVID -19 যোদ্ধাদের একজন তথা স্বাস্থ্য কর্মী শ্রীমতী সুস্মিতা ভৌমিক মহাশয়া।



তাকে অভ্যর্থনা জানাতে হাজির ছিলেন- 
"গণতান্ত্রিক মহিলা সমিতির" কালিয়াগঞ্জ উত্তর লোকালের  পক্ষে সম্পাদিকা শ্রীমতী স্বপ্না সমাজদার,রিংকু রজক,পম্পা মোদক প্রমুখ। 


CPI(M) কালিয়াগঞ্জ উত্তর এরিয়া কমিটির সম্পাদক মনোরঞ্জন পাটোয়ারী এবং সদস্য সন্তোষ ঘোষ ও দীগেন্দ্র নাথ রায়
SFI কালিয়াগঞ্জ উত্তর লোকালের পক্ষে মীনাক্ষ ঘোষ,
DYFI কালিয়াগঞ্জ উত্তর লোকালের পক্ষে রিন্টু দেবনাথ, 
ABPTA এর পক্ষে শ্রী সৌরভ কুন্ডু, অয়ন দত্ত এবং বিপদ বরণ সাহা মহাশয়,
ABTA এর পক্ষে শ্রী তমাল বোস মহাশয়।

Post a Comment

0 Comments