কয়েক ঘণ্টার বৃষ্টিতে ভাসল রায়গঞ্জ শহর। রায়গঞ্জ শহরের বিভিন্ন এলাকায় কোথাও হাঁটু জল, আবার কোথাও কোমর জল। শহরের নিকাশি ব্যবস্থার যে বেহাল দশা, বর্ষার মরশুমে তা ফুটে উঠলো কয়েক ঘন্টার বৃষ্টিতে। এই নিয়ে রীতিমতো ক্ষুব্ধ শহরবাসী।
বাসিন্দাদের অভিযোগ, নিকাশি নিয়ে কোনও মাস্টারপ্ল্যান না থাকার জন্যই বৃষ্টি হলেই ভুগতে হয় শহরবাসীকে। কয়েক ঘণ্টার বৃষ্টিতে যা হাল হল তাতে মনে হচ্ছে পরিস্থিতি আরও চরম আকার নেবে। যদিও শহরের একাংশ বাসিন্দাদের দাবি, কসবা মোড় থেকে শিলিগুড়ি মোড় পর্যন্ত জাতীয় সড়কের ধারে জলাশয় বুজে একাধিক নার্সিং হোম, দোকান ঘর, ইমারত তৈরি করা যাবতীয় সমস্যার সূত্রপাত। প্রভাবশালীরা জলাশয় বুজিয়ে দেওয়ার কারণেই কয়েক ঘণ্টার বৃষ্টিতে শহর জলমগ্ন হয়ে পড়ছে।


0 Comments