অবশেষে ব্যান করা হল tiktok সহ ৫৯ টি চিনা অ্যাপ, ঘোষণা কেন্দ্রীয় সরকারের

বড়সড় সিদ্ধান্ত মোদী সরকারের। লাদাখে গালওয়ান ভ্যালিতে চিনা হামলার পর থেকেই চিনা দ্রব্য বয়কট করার পক্ষে সওয়াল করেছিল ভারতের মানুষ।
চিনা অ্যাপ নিষিদ্ধ করার বিষয়েও আলোচনা চলছিল সরকারি স্তরে। কী কী চিনা অ্যাপ রয়েছে, সেই তালিকা আগেই চেয়েছিল কেন্দ্র।

এবার সরাসরি নিষিদ্ধ করে দেওয়া হল একগুচ্ছ অ্যাপ। অবশেষে সেই পথেই হাঁটল ভারত সরকার। জনতার দাবি মেনে মোট ৫৯টি চিনা অ্যাপকে ব্লক করল তারা। তার মধ্যে রয়েছে জনপ্রিয় TikTok ও UC Browser-এর মতো অ্যাপও। এই অ্যাপগুলির মাধ্যে চিনা সংস্থার কাছে ভারতীদের তথ্য পাচার হয়ে যাচ্ছে বলে জানিয়েছিলেন প্রযুক্তিবিদরা।

Post a Comment

0 Comments