নতুন করে উত্তর দিনাজপুরে ৮ জনের শরীর করোনা সংক্রমণ ধরা পড়ল।

উত্তর দিনাজপুর জেলায় নতুন করে ৮ জনের শরীর করোনা সংক্রমণ ধরা পড়ল। তাঁদের মধ্যে দু’জন রায়গঞ্জ শহরের দেবীনগরের বাসিন্দা বলে স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে।

হেমতাবাদের পনেরো বছর বয়সি দুই কিশোর করোনা আক্রান্ত হয়েছে। চোপড়া ব্লকের দু’জন গৃহবধূর শরীরেও করোনা সংক্রমণ ধরা পড়েছে। তাঁদের এদিন কোভিড হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হেমতাবাদের এক ব্যবসায়ীও করোনা আক্রান্ত হয়েছেন। হেমতাবাদের ৬০ বছর বয়সি এক বৃদ্ধার লালার নমুনার রিপোর্টও এদিন পজিটিভ এসেছে। তাঁদেরও কোভিড হাসপাতালে ভর্তি করা হয়েছে।

noted:-all information collected.

Post a Comment

0 Comments