কাল বার হতে চলেছে সিবিএসই-র দশম শ্রেণির ফ।ল কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়াল নিশঙ্ক টুইট করে এ কথা জানিয়েছেন।
সিবিএসই-কে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে, ১৫ জুলাইয়ের মধ্যে পরীক্ষার ফল বার করতে। গতকাল দ্বাদশ শ্রেণির ফল বেরিয়েছে, নিশঙ্ক জানিয়েছেন, কালই বেরিয়ে যাবে দশম শ্রেণির ফল। রেজাল্ট জানতে চোখ রাখতে হবে সরকারি ওয়েবসাইট cbse.nic.in বা cbseresults.nic.in-এ।


0 Comments