আরও ৪৭টি চীনা অ্যাপ নিষিদ্ধ করল কেন্দ্রীয় সরকার। গালওয়ানকাণ্ডের জেরে আগেই ৫৯টি চীনা অ্যাপ নিষিদ্ধ করা হয়েছিল। এই অ্যাপগুলি নিষিদ্ধ ঘোষিত হওয়া আগের অ্যাপগুলির ক্লোন হিসেবে কাজ করছিল। সরকারি সংবাদমাধ্যম দূরদর্শন সূত্রে এখবর জানা গিয়েছে। আনুষ্ঠানিকভাবে এই ৪৭টি অ্যাপ নিষিদ্ধ হওয়ার ঘোষণা খুব শীঘ্রই করবে সরকার। শুধু এগুলিই নয়, আরও ২৫০টি অ্যাপের তালিকা তৈরি করেছে সরকার। ওই অ্যাপগুলির উপর নজর রাখা হবে যে, সেগুলিতে জাতীয় সুরক্ষার কোনওভাবে লঙ্ঘিত হচ্ছে কিনা। সূত্রের খবর পাবজি মোবাইল সহ কয়েকটি জনপ্রিয় গেপিং অ্যাপ এই নতুন তালিকার অন্তর্ভুক্ত হতে পারে।
এর আগেই টিকটক, শেয়ারইট, ইউসি ব্রাউসার, হ্যালো, উইচ্যাটের মতো বেশ কিছু জনপ্রিয় চীনা অ্যাপ সহ ৫৯টি অ্যাপ গত জুনে নিষিদ্ধ ঘোষণা করেছিল সরকার। টেলকোকে ওই অ্যাপগুলির অ্যাকসেস এবং ওয়েবসাইট ব্লক করতে নির্দেশ দিয়েছিল কেন্দ্র। আমাদের দেশে ব্যবহৃত অ্যাপল্ এবং গুগল্–এর অ্যাপ স্টোর থেকেও ওই অ্যাপগুলিকে সরিয়ে দিতে এই দুই টেক জায়েন্টকে আবেদন করেছিল সরকার। দুটি কোম্পানিই তাতে সায় দিয়ে ভারতে তাদের অ্যাপ স্টোর থেকে ওই ৫৯টি অ্যাপ সরিয়ে দিয়েছে।
এর আগেই টিকটক, শেয়ারইট, ইউসি ব্রাউসার, হ্যালো, উইচ্যাটের মতো বেশ কিছু জনপ্রিয় চীনা অ্যাপ সহ ৫৯টি অ্যাপ গত জুনে নিষিদ্ধ ঘোষণা করেছিল সরকার। টেলকোকে ওই অ্যাপগুলির অ্যাকসেস এবং ওয়েবসাইট ব্লক করতে নির্দেশ দিয়েছিল কেন্দ্র। আমাদের দেশে ব্যবহৃত অ্যাপল্ এবং গুগল্–এর অ্যাপ স্টোর থেকেও ওই অ্যাপগুলিকে সরিয়ে দিতে এই দুই টেক জায়েন্টকে আবেদন করেছিল সরকার। দুটি কোম্পানিই তাতে সায় দিয়ে ভারতে তাদের অ্যাপ স্টোর থেকে ওই ৫৯টি অ্যাপ সরিয়ে দিয়েছে।


0 Comments