কিছুদিন আগেই একগুচ্ছ ট্রেনকে বেসরকারিকরণের সিদ্ধান্তের কথা ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। এ রাজ্যের ও তার মধ্যে রয়েছে বেশকিছু ট্রেন। সবচেয়ে বেশি বেসরকারীকরণ হচ্ছে পূর্ব রেলের হাওড়া ডিভিশনে। সব মিলিয়ে মোট ১০টি ট্রেনকে আপাতত বেসরকারিকরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে রেলের তরফে। কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তের প্রতিবাদে এবার পথে নামল কালিয়াগঞ্জ CITU ।
শনিবার CITU পক্ষ থেকে কালিয়াগঞ্জ রেল স্টেশনে বিক্ষোভ কর্মসূচি করা হয় ও ডেপুটেশন প্রদান করা হয়। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন CPI(M) কালিয়াগঞ্জ উত্তর এরিয়া কমিটির সম্পাদক মনোরঞ্জন পাটোয়ারী, সন্তোষ ঘোষ,দীগেন্দ্র নাথ রায় ও অন্যান্য কমরেডরা ।
কালিয়াগঞ্জ CITU তরফ থেকে থেকে জানানো হয় , “কেন্দ্রীয় সরকার দেশের রাষ্ট্রীয় সম্পত্তি রেল বিক্রি করে দিচ্ছে। আমরা এর তীব্র প্রতিবাদ করছি।”




0 Comments