দক্ষিণ দিনাজপুর জেলায় নতুন করে আরও ৫২ জনের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়েছে। এরমধ্যে জেলা সদর শহর বালুরঘাটেই সংক্রামিত হয়েছেন ২০ জন। এছাড়াও বালুরঘাট গ্রামীণ এলাকায় চারজন, কুমারগঞ্জে তিনজন, বুনিয়াদপুরে একজন, বংশিহাড়িতে একজন, গঙ্গারামপুর শহরে একজন ও গ্রামীণ এলাকায় ন’জন, কুশমণ্ডিতে তিনজন, হিলিতে ছয়জন ও হরিরামপুরে চারজন সংক্রামিত হয়েছেন।
0 Comments