পৃথিবী জুড়ে করোনার বিষাক্ত কামড়। মারণ ব্যাধির দাপটে থমকে গিয়েছে স্বাভাবিক জীবনের ছন্দ। বসে গিয়েছে গতির চাকা। তবুও থেমে নেই ভারতীয় রেলের উন্নয়ন মূলক কাজকর্ম। গত চার মাস যাবৎ দীর্ঘ লকডাউনে ভারতীয় রেল একের পর এক কাজের মধ্যে দিয়ে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে চলেছে।
সারা দেশে যখন ট্রেন চলাচল বন্ধ ঠিক তখনই, বিশ্বের মধ্যে প্রথম বৈদ্যুতিক ডাবল স্ট্যাক কনটেইনার টানেলের কাজ শুরু করেছে ভারতীয় রেল। গত শুক্রবারই এই টানেলের শূন্য পয়েন্টের সঙ্গে আরও দুটি অংশ যুক্ত করার কাজ শেষ হয়েছে।
জানা গিয়েছে, ভারতীয় রেলওয়ে আগামী এক মাসের মধ্যেই এই এক কিলোমিটার দীর্ঘ সুড়ঙ্গটি তৈরি করে ফেলবে। আর এই ডবল স্ট্যাক টানেলটি ভারতী রেলওয়ে হরিয়ানা রাজ্যের সোহনার কাছে নির্মাণ করছে।


0 Comments