কালিয়াগঞ্জে পাঁচজন করোনা ভাইরাসে আক্রান্ত ।

করোনা ভাইরাসে আক্রান্ত  কালিয়াগঞ্জের পাঁচজন। এরমধ্যে কালিয়াগঞ্জ হাসপাতালে একজন নার্স রয়েছে অপর চারজন হলেন কুনোর  হাসপাতালের ডাটা এন্ট্রি অপারেটর, এবং তার পরিবারের আরো ২ জন আক্রান্ত। এছাড়া আরও একজন কালিয়াগঞ্জ  শ্হরে  আক্রান্ত জানা গিয়েছে ।

সব মিলিয়ে ৫ জন আক্রান্ত কালিয়াগঞ্জে। বিশেষ সূত্র থেকে জানা গিয়েছে প্রত্যেকটি করোনা আক্রান্ত রোগীকে রায়গঞ্জ কোভিড হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য। কালিয়াগঞ্জে করোনা আক্রান্তের খবর আসতেই  মানুষের মধ্যে ভয়ের সৃষ্টি হয়েছে ।


NOTE:- ALL INFORMATION ARE COLLECTED. THIS WEBSITE & ME NOT RESPONSIBLE FOR ANY KIND OF MISTAKES & INCORRECTE INFORMATION.

Post a Comment

0 Comments