কালিয়াগঞ্জ শহরে নতুন করে করোনা আক্রান্ত এক প্যাথোলজি কর্মী ।

কালিয়াগঞ্জ শহরে এক ব্যক্তির শরীরে করোনা সংক্রমণ ধরা পরল।  কর্মসূত্রে সে ব্যক্তি পথলজির কর্মী   কালিয়াগঞ্জ শহরের এক প্যাথলজিতে তিনি কর্মরত, তার বাড়ি কালিয়াগঞ্জ শহরের শহরের 17 নম্বর ওয়ার্ডের মালপাড়া এলাকায় 

 মঙ্গলবার তার রিপোর্ট পজিটিভ  আসতেই সেই প্যাথলজিতে কর্মরত সেই ব্যক্তিকে রায়গঞ্জ কোভিড হাসপাতালে পাঠানো হয় 

Post a Comment

0 Comments