করোনা আবহে মালদায় নদী ভাঙন শুরু হয়েছে জেলার বিভিন্ন এলাকায় ৷ ভাঙনে সংকটে পড়েছেন কালিয়াচক ৩ ব্লক ও রতুয়া ১ ব্লকের বাসিন্দারা৷ ভাঙন পরিস্থিতির ওপর নজরদারি চালাচ্ছে সেচদফতর৷ যদিও সেচ দফতরের পক্ষ থেকে এখনও লাল সতর্কতা জারি করা হয়নি৷ বর্ষার শুরু থেকেই উত্তরবঙ্গের সমস্ত নদীর জলস্তর বৃদ্ধি পেতে শুরু করেছে৷ মহানন্দার জলস্তর বিপদসীমা পেরিয়ে অতি বিপদসীমা ছুঁইছুঁই ৷
তবে গঙ্গা ও ফুলহরের জলস্তর এখনও বিপদসীমা থেকে খানিকটা নীচে রয়েছে৷ এই পরিস্থিতিতেও শুরু হয়েছে ভাঙন৷ কালিয়াচক ৩ ব্লকের শোভাপুর থেকে পারদেওনাপুর পর্যন্ত এলাকায় গঙ্গার ভাঙন শুরু হয়েছে৷ জলে তলিয়ে গিয়েছে বিস্তীর্ণ কৃষিজমি৷
তবে গঙ্গা ও ফুলহরের জলস্তর এখনও বিপদসীমা থেকে খানিকটা নীচে রয়েছে৷ এই পরিস্থিতিতেও শুরু হয়েছে ভাঙন৷ কালিয়াচক ৩ ব্লকের শোভাপুর থেকে পারদেওনাপুর পর্যন্ত এলাকায় গঙ্গার ভাঙন শুরু হয়েছে৷ জলে তলিয়ে গিয়েছে বিস্তীর্ণ কৃষিজমি৷


0 Comments