বেতন বৃদ্ধি সহ একাধিক দাবি নিয়ে বিক্ষোভ দেখালেন রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালের সাফাইকর্মীরা। সোমবার দুপুর থেকেই সাফাইকর্মীরা সুপারভাইজার ও অন্য আধিকারিকদের ঘিরে বিক্ষোভ দেখতে থাকেন। বিক্ষোভের জেরে মেডিকেল কলেজের সাফাই কাজ বন্ধ রাখা হয়।
এ প্রসঙ্গে রায়গঞ্জ মেডিকেল কলেজের নোডাল অফিসার বিপ্লব হালদার বলেন, সাফাইকর্মীরা স্বাস্থ্য দপ্তরের অধীনে নয়, একটি বেসরকারি সংস্থার অধীনে কর্মরত। ফলে বেতন বৃদ্ধির সবটাই নির্ভর করছে ওই সংস্থার ওপরে। কাজে যোগ দেওয়ার জন্য তাদেরকে বলা হয়েছে। ২৪ ঘণ্টার মধ্যে যোগ না দিলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে ।
এ প্রসঙ্গে রায়গঞ্জ মেডিকেল কলেজের নোডাল অফিসার বিপ্লব হালদার বলেন, সাফাইকর্মীরা স্বাস্থ্য দপ্তরের অধীনে নয়, একটি বেসরকারি সংস্থার অধীনে কর্মরত। ফলে বেতন বৃদ্ধির সবটাই নির্ভর করছে ওই সংস্থার ওপরে। কাজে যোগ দেওয়ার জন্য তাদেরকে বলা হয়েছে। ২৪ ঘণ্টার মধ্যে যোগ না দিলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে ।


0 Comments