করোনা যুদ্ধে জয়ী হয়ে ঘরে ফিরলেন ৭০ বছরের বৃদ্ধ ও ৪ বছরের শিশু সহ মোট ১০ জন

চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের চেষ্টায় ৭০ বছরের বৃদ্ধ ও ৪ বছরের শিশু সহ মোট ১০ জন করোনাকে হারিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন। বৃহস্পতিবার বাড়ি ফেরার আগে রায়গঞ্জ কোভিড হাসপাতালে স্বাস্থ্যকর্মীরা তাঁদের সংবর্ধনা জানান। দিন দশেক আগে এরা করোনায় আক্রান্ত হয়ে কোভিড হাসপাতালে ভর্তি হয়েছিলেন।



রায়গঞ্জ কোভিড হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য, ‘এদিন মোট ১০ জনকে সুস্থ করে বাড়ি ফেরানো হল। তাদের মধ্যে ৭০ বছরের বৃদ্ধ ও ৪ বছরের শিশুও রয়েছে। এই মুহূর্তে ৭২ জন করোনা আক্রান্ত চিকিৎসাধীন রয়েছেন। আশা করছি বাকিরাও দ্রুত সুস্থ হয়ে উঠবে।’

Post a Comment

0 Comments