রাজ্যে স্থানকারী কালিয়াগঞ্জ এর দুই ছাত্রীকে সম্বর্ধনা দেওয়া হয় কালিয়াগঞ্জ SFI ব্লক 2 লোকালের পক্ষ থেকে।

শুক্রবার বিকেলে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশের পর খুশির উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে কালিয়াগঞ্জে।  কালিয়াগঞ্জ এর দুই ছাত্রী রাজ্যে স্থান করে নেওয়াতে খুশির হাওয়া ছড়িয়ে পড়েছে কালিয়াগঞ্জ শহরে । 

উচ্চমাধ্যমিকে পরীক্ষায় ৪৯৭ রাজ্যের মধ্যে সম্ভাব্য তৃতীয় স্থান অধিকার করেছে মীরা দেবশর্মা কালিয়াগঞ্জ তরঙ্গপুর নন্দকুমার উচ্চ বিদ্যালয়ের ছাত্রী।


উচ্চমাধ্যমিক পরীক্ষায় ৪৯৪ পেল কালিয়াগঞ্জের আদিবাসী কন্যা গৌতমী পাহান। সম্ভাব্য মেধা তালিকা অনুসারে কালিয়াগঞ্জের বরুনা প্রাণ প্রিয়া বিদ্যাপীঠ হাইস্কুলের এই ছাত্রী রাজ্যে ষষ্ঠ স্থান অধিকার করেছে।
                        এদিন সন্ধ্যায় কালিয়াগঞ্জ SFI ব্লক 2 লোকাল এর পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয় দুই ছাত্রীকে পুষ্পস্তবক দিয়ে  ছাত্রীদের শুভেচ্ছা  জ্ঞাপন করে কালিয়াগঞ্জ SFI ব্লক 2  লোকাল কমিটির সেক্রেটারি রিপন পাল  DYFI সেক্রেটারি কাজল সাহা । এছাড়াও উপস্থিত ছিলেন কমরেড অতনু চ্যাটার্জী ও কমরেড শুভদীপ ও অন্যান্য কমরেডরা 





Post a Comment

0 Comments