চা বাগান থেকে হাতির মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল আলিপুরদুয়ারে। মঙ্গলবার সকালে আলিপুরদুয়ার জেলার মাদারিহাট বীরপাড়া ব্লকের রামঝোরা চা বাগান থেকে এক হাতির মৃতদেহ উদ্ধার হয়।
বনদপ্তরের জলপাইগুড়ি ডিভিশনের দলগাঁওয়ের রেঞ্জার দোরজি শেরপা বলেন, “হাতির দেহটির ময়নাতদন্ত করা হচ্ছে। রিপোর্ট আসলে মৃত্যুর কারণ জানা যাবে।”
বনদপ্তরের জলপাইগুড়ি ডিভিশনের দলগাঁওয়ের রেঞ্জার দোরজি শেরপা বলেন, “হাতির দেহটির ময়নাতদন্ত করা হচ্ছে। রিপোর্ট আসলে মৃত্যুর কারণ জানা যাবে।”


0 Comments