বিল গেটসের আশা, ভারতই বিশ্বকে কোভিডের ভ্যাকসিন দেবে

ভারতীয় ওষুধ প্রস্তুতকারক কোম্পানিগুলি কোভিড ১৯-এর ভ্যাকসিন আবিষ্কার করতে সক্ষম হবে। ভারতই বিশ্বকে কোভিডের ভ্য়াকসিন দেবে। এমনই আশা প্রকাশ করেছেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস। বিল গেটস বলেন, ‘ভারত একটি বিরাট দেশ। এর জনসংখ্য়াও প্রচুর। বিশেষত শহুরে এলাকায় জনঘনত্ব বেশি। সেকারণে করোনা মোকাবিলায় ভারতের স্বাস্থ্য পরিষেবা চ্যালেঞ্জের মুখে পড়েছে। তবে ভারতে অনেক গুরুত্বপূর্ণ কাজ হয়েছে। ভারতের ওষুধ কোম্পানিগুলি ভ্য়াকসিন তৈরির কাজ চালিয়ে যাচ্ছে।‘

মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা আরও বলেন, ‘ভারতের ওষুধ প্রস্তুতকারক কোম্পানিগুলি সারা বিশ্বে ওষুধ ও ভ্য়াকসিন রপ্তানি করে থাকে। সেকারণে ভারতে কোভিড ১৯-এর ভ্য়াকসিন আবিষ্কারের বিপুল সম্ভাবনা রয়েছে। আর বিশ্বের অন্য দেশগুলির চেয়ে ভারতেই সবথেকে বেশি ভ্যাকসিন তৈরি হয় এবং তা বিশ্বে রপ্তানি হয়। সেরাম ইনস্টিটিউট, ভারত (বায়োটেক), বায়ো ই-এর মতো ভ্যাকসিন প্রস্তুতকারক কোম্পানি ভালো কাজ করছে। তারা করোনার ভ্যাকসিন তৈরিও চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমি আশাবাদী, ভারতীয় সংস্থাগুলি দেশের পাশাপাশি বিশ্বকে করোনা ভ্যাকসিন দিতে সমর্থ হবে। মৃত্যুহার কমাতে ও করোনা প্রতিরোধ করতে ভ্য়াকসিন আবশ্যক। একমাত্র ভ্যাকসিনই পারবে করোনা মহামারীর বিনাশ করতে।‘

Post a Comment

0 Comments