ভিডিও বার্তার মাধ্যমে পৌর-প্রশাসনের কাছে কালিয়াগঞ্জের মানুষের জন্য ট্রেড লাইসেন্স ও পৌর করের উপর ৮০% ছাড় চাইলো কংগ্রেস

নিজস্ব প্রতিনিধি: গত সোমবার থেকে কালিয়াগঞ্জে লোকডাউন ঘোষণা করা হয়েছে সাত দিনের জন্য। করোনা পরিস্থিতিতে গোটা দেশে অর্থনৈতিক সংকট চলছে। ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষের অর্থনৈতিক অবস্থা আরো সংকটে পড়বে বলে আশঙ্কা বিশেষজ্ঞ মহলে।
কালিয়াগঞ্জে গোষ্ঠী সংক্রমণ এড়াতে লকডাউনকে সমর্থন করে কালিয়াগঞ্জ শহর কংগ্রেস সভাপতি তুলসী জয়সওয়াল একটি ভিডিও বার্তার মাধ্যমে পৌর-প্রশাসনের কাছে সাধারণ মানুষের স্বার্থে একটি আবেদন করেন।



তিনি বলেন" সাতদিনের লোকডাউনে কালিয়াগঞ্জের ব্যবসায়ী ও সাধারণ মানুষের অর্থনৈতিক সংকট বাড়বে তাই পৌর প্রশাসন ব্যবসায়ীদের ট্রেড লাইসেন্স ও সাধারণ মানুষের পৌর করের উপর যেন ৮০% ছাড়ের ব্যবস্থা করে। তিনি আরো বলেন প্রায় এক মাস আগেও পৌরসভায় ডেপুটেশন দিয়ে কংগ্রেসের পক্ষ থেকে একই দাবী পৌর-প্রশাসকের কাছে করা হয়েছিল।"

Post a Comment

0 Comments