মাধ্যমিকে কালিয়াগঞ্জের চারজন কৃতি ছাত্রছাত্রীকে শুভেচ্ছা জানানো হলো CPI(M) পক্ষ থেকে।

CPI(M) কালিয়াগঞ্জ উত্তর এরিয়া কমিটির পক্ষ থেকে ২০২০ সালের মাধ্যমিকে কালিয়াগঞ্জের চারজন কৃতি ছাত্রছাত্রীকে শুভেচ্ছা জানানো হলো।



উপস্থিত ছিলেন CPI(M) কালিয়াগঞ্জ উত্তর এরিয়া কমিটির সম্পাদক মনোরঞ্জন পাটোয়ারী, সন্তোষ ঘোষ,দীগেন্দ্র নাথ রায়,
সুদীপ চন্দ,আশিষ কুন্ডু, জ্যোতি বিকাশ ভদ্র,শিক্ষক মজিরুদ্দিন আহমেদ প্রমূখ। 



ছিলেন ছাত্র ও যুব সংগঠনের পক্ষে সুজয় সাহা,প্রশান্ত ঘোষ,রূপক কুন্ডু।আগামী দিনে আরো ভালো ফলাফল করে শিক্ষা জগতে কালিয়াগঞ্জের সুনাম ছাত্রছাত্রীরা দিকে দিকে ছড়িয়ে দিক এই বার্তা ছাত্র সমাজের কাছে পৌঁছে দিতেই  CPI(M) কালিয়াগঞ্জ উত্তর এরিয়া কমিটির এই উদ্যোগ।

Post a Comment

0 Comments