প্রকাশিত হল এবারের মাধ্যমিক ফলাফল। উত্তরবঙ্গে প্রথম দক্ষিণ দিনাজপুরের বংশিহারি হাইস্কুলের ছাত্র কৌশিক সরকার (৬৮৮)। রাজ্যে পঞ্চম স্থান অধিকার করেছে সে। এদিকে উত্তরবঙ্গে দ্বিতীয় শিলিগুড়ি গার্লস হাইস্কুলের রিঙ্কিনি ঘটক। তার প্রাপ্ত নম্বর ৬৮৭। রাজ্যে ষষ্ঠ স্থান অধিকার করেছে রিঙ্কিনি। জলপাইগুড়ি জেলা স্কুলের বরুনাদিত্য সাহা রাজ্যে অষ্টম স্থান অধিকার করেছেন।


0 Comments