রায়গঞ্জে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হল ২ জনের।

করোনা সংক্রামিত হয়ে মৃত্যু হল ২ জনের। সংক্রামিতরা রায়গঞ্জ থানার কর্ণজোড়া ফাঁড়ির অন্তর্গত ছটপাড়ুয়া এলাকার কোভিড হাসপাতালে ভর্তি ছিলেন। শুক্রবার সকালে তাঁদের মৃত্যু হয়। সংক্রামিতরা কোথাকার বাসিন্দা তা জানা যায়নি।


কোভিড হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, করোনা সংক্রামিত হয়ে দু’জনের মৃত্যু হয়েছে। সমস্ত ঘটনা জেলা স্বাস্থ্য দপ্তর, রায়গঞ্জ পুরসভা, রায়গঞ্জ থানার আইসি ও বিডিওকে জানানো হয়েছে। শেষ পাওয়া খবর অনুযায়ী, এখনও মৃতদেহ কোভিড হাসপাতালে রয়েছে।

Noted:- All news has been collected from a particular website. Neither I nor the website are responsible for this news in any way.

Post a Comment

0 Comments