কালিয়াগঞ্জ থানর পুলিশকর্মীদের রাখি বেঁধে পালিত হচ্ছে রাখী বন্ধন উৎসব ।

করোনার আবহে উৎসবের আমেজ নেই। তবে বঙ্গ সংস্কৃতির ঐতিহ্যকে ধরে রাখতে রাজ্যজুড়ে রাখি বন্ধন উৎসব পালিত হচ্ছে। রাখিবন্ধন দিবস উপলক্ষে আজ কালিয়াগঞ্জ  শহরের এর কালীবাড়ি রোডে  SFI- DYFI  পক্ষ থেকে কালিয়াগঞ্জ থানর পুলিশকর্মীদের রাখি বাঁধা হয়। 

জানা গেছে এদিন উঃ লোকাল কমিটির সম্পাদিকা ঐশানী বাগচী ও অন্যান্য যুব ও ছাত্র কমরেড দের উদ্যোগে পালিত হল রাখিবন্ধন দিবস।

 এছাড়া রাস্তায় মোটর চালক, টোটো চালক ও অন্যান্য ব্যবসায়ী ও রাস্তায় পথচলতি মানুষেরদের রাখি পরিয়ে শুভেচ্ছা বার্তা প্রদান করা হয় ।

Post a Comment

0 Comments