১১৩ তম শহীদ ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবস পালন করলেন SFIও DYFI

আজ ১১৩ তম শহীদ ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবস । পালিত হচ্ছে রাজ্য জুড়ে আজ বামপন্থী সমস্ত ছাত্র যুব সংগঠন পালিত করছে ১১৩ তম শহীদ ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবস । আজ SFI ও DYFI  কালিয়াগঞ্জ লোকাল উওর কমিটির উদ্যোগে জ্যোতি বসু ভবনে প্রথমে শহীদ ক্ষুদিরাম বসু আত্ম বলিদান দিবস পালিত করে তারপর ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবস উপলক্ষে ছবিতে মাল্যদান, মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। 


এই দিন উপস্থিত ছিলেন SFI উঃ লোকাল কমিটির সম্পাদক মীনাক্ষ ঘোষ, কমরেড রুপক কুন্ডু ,  DYFI উঃ লোকাল কমিটির সম্পাদিকা ঐশানী বাগচী, কমরেড বিশাল রায় ও অন্যান্য কমরেডরা

Post a Comment

0 Comments