কোভিড হাসপাতালে আগুন লেগে মৃত ৮ রোগী, শোক প্রকাশ প্রধানমন্ত্রীর

বুধবার গভীর রাতে আমেদাবাদের এক বেসরকারি কোভিড হাসপাতালে ভয়াবহ আগুন লাগল। তাতে পুড়ে অন্তত ৮ করোনা রোগীর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। অন্তত ৩৫ জন রোগীকে উদ্ধার করে অন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় মৃতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সূত্রের খবর, গুজরাতের আহমেদাবাদের নবরংপুর এলাকার ওই কোভিড হাসপাতালে বুধবার শেষ রাতে আগুন লেগে যায়। রাত আড়াইটা থেকে তিনটের মধ্যেই আগুন লেগেছে বলে পুলিশ সূত্রে জানা যাচ্ছে। যার জেরে যে আট জনের মৃত্যু হয়েছে, তাঁরা প্রত্যেকেই আইসিইউ-তে ভর্তি ছিলেন। ফলে তাঁদের দ্রুত উদ্ধার করা সম্ভব হয়নি। হাসপাতাল সূত্রে খবর, ওই হাসপাতালে মোট ৫০টি শয্যা রয়েছে, যাতে ৪৫ জন করোনা আক্রান্তের চিকিৎসা চলছিল। আগুন লাগার খবর পেয়েই দ্রুত উদ্ধার কাজ শুরু হয়। অন্যান্য রোগীদের উদ্ধার করে ১০টি অ্যাম্বুলেন্সে সর্দার বল্লভভাই প্যাটেল ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সে পাঠিয়ে দেওয়া হয়।


পাশাপাশি তিনি জানিয়েছেন, গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রূপানির সঙ্গেও কথা বলে মৃত ও আহতদের ক্ষতিপূরণের আশ্বাস দিয়েছেন। পরে প্রধানমন্ত্রীর দফতর আলাদা একটি টুইট করে মৃতদের ২ লাখ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছে। উল্লেখ্য, গুজরাতে বর্তমানে করোনা আক্রান্তের সংখ্যা ইতিমধ্যেই ৬৫ হাজার ছাড়িয়েছে। করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছেন আড়াই হাজারের বেশি। অতিরিক্ত করোনা রোগীর চাপ সামলাতেই আমেদাবাদের নবরংপুর এলাকার এই বেসরকারি ‘শ্রেয় হাসপাতাল’কে কোভিড হাসপাতাল ঘোষণা করেছিল গুজরাত সরকার।

Post a Comment

0 Comments